কবিতার নাম ”কথা ছিল” 2532 0
কবি ও সাহিত্যিক,তনিমা জাহান
কথা ছিল
আজ কথা ছিল-
আস্ত তুমি টাকে অণুবীক্ষণ যন্ত্রে বিন্দু বিন্দু নিরীক্ষণ করার,
তোমার হৃদয়ের প্রতিটা প্রকোষ্ঠে নিরবচ্ছিন্ন রাজত্ব করার।
আজ কথা ছিল-
নিশ্বাসগুলো দ্রুত ভারী হওয়ার,
শরীরের বাড়ন্ত উষ্ণতায় থার্মোমিটার ফাটিয়ে দেয়ার।
আজ কথা ছিল-
এক নিরামিষভোজীর মাংসাশী হওয়ার,
অসভ্যতার শীর্ষে যাওয়ার।
কথা ছিল-
তৃষ্ণার্ত হওয়ার,
ভালোবাসার এক পশলা বৃষ্টিতে হঠাৎ ভিজে যাওয়ার.
কথা ছিল